খালেদা জিয়ার অসুস্থতা বেড়েছে, হাসপাতালে ভর্তির দাবি বিএনপির

খালেদা জিয়ার অসুস্থতা বেড়েছে, হাসপাতালে ভর্তির দাবি বিএনপির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। এ কথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়াকে তাঁর পছন্দের হাসপাতালে ভর্তির দাবি করেছেন। এদিকে, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে দলটি পালন করছে নানা কর্মসূচী।

বুধবার, বেলা ১০ টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত, দোয়া পাঠ ও তার স্মৃতিতে শ্রদ্ধা জানান দলটির সর্বস্তরের নেতাকর্মী। এরপর নয়াপল্টনসহ রাজধানীর বিভিন্ন স্থানে দুৰস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

নয়াপল্টনে একটি মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৱসাসেবাও দেওয়া হয়। ত্রাণ বিতরণ কর্মসূচীতে বাধা ও আটকের ঘটনা ঘটেছে বলে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মলেন অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন: কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশ, লোডশেডিং-এ বেগম জিয়ার অসুস্থতা বেড়েছে। বলেন: বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখাই ক্ষমতাসীনদের মূল লক্ষ্য।