বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

শেয়ার করুন

File-Pic-Ticketনিজস্ব প্রতিবেদক :

আজ থেকে শুরু হয়েছে বাসের ঈদে অগ্রিম টিকেট বিক্রি। ৭ তারিখ থেকে ঈদ যাত্রা ধরা হলেও এবার সবচেয়ে বেশি চাহিদা ১৩ ও ১৪ মের। অনলাইনেও বিক্রি হচ্ছে অগ্রিম টিকিট।

বছর ঘুরে আবারো এলো খুশির ঈদ। তাই, প্রিয়জনদের সান্নিধ্যে ছুটি কাটাতে আগেভাগেই যাত্রা নিশ্চিত করতে উদগ্রীব সবাই।

ভোর ছয়টা থেকে টিকিট দেয়া শুরু হলেও গাবতলী, কল্যানপুর ও শ্যামলীর বাস কাউন্টারগুলোতে লাইন ছিলো রাত থেকেই।

কাঙ্খিত দিনের যাত্রা নিশ্চিত করতে পেরে অনেকেই খুশিতে আত্মহারা। তবে বেশির ভাগ টিকিট প্রত্যাশীরাই যাত্রার দিন দু-একদিন আগে পরে সমন্বয় করে নিতে বাধ্য হচ্ছেন।

ভোগান্তি এড়াতে অনেকে কাউন্টারের পাশাপাশি সহজ ডটকমসহ অনলাইনের মাধ্যমেও এই টিকেট কিনছেন।

নামীদামী পরিবহনগুলো এই অগ্রিম টিকিট বিক্রি শুরু করলেও গাবতলির মূল টার্মিনাল থেকে যেসব বাস ছেড়ে যায় সেগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আরো দু-একদিন পর থেকে।

গাবতলী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীদের ঈদের অগ্রিম টিকেটের চাপ থাকলেও মহাখালী এবং সায়েদাবাদ থেকে যাত্রার দিনই সাধারত গন্তব্যে যাওয়ার দিনেই টিকেট পাওয়া যায়।