কাশ্মিরে যুদ্ধবিরতিতে রাজি ভারত ও পাকিস্তান

কাশ্মিরে যুদ্ধবিরতিতে রাজি ভারত ও পাকিস্তান

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কাশ্মীর সীমান্তে সংঘাত বন্ধে অস্ত্রবিরতি করতে সমঝোতায় পৌঁছেছে ভারতীয় ও পাকিস্তানি সেনাবাহিনী।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া জানায়: জম্মু ও কাশ্মিরে গোলাগুলি বন্ধ করতে ২০০৩ সালে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা বাস্তবায়ন করতে রাজি হয়েছেন দু’দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও।

সম্প্রতি, এমনকি রমজান মাসেও জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা তীব্র আকার ধারণ করে। তাই পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে ১৫ বছর আগের যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে রাজি হলো দুই দেশ। এছাড়া কেউ যদি যুদ্ধবিরতির শর্ত ভাঙে, তাহলে সঙ্গে সঙ্গেই হটলাইন যোগাযোগ ও সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তা মিটিয়ে ফেলা হবে বলেও ঐক্যমতে পৌঁছে।

সোমবার সন্ধ্যা ৬টায় হটলাইনে ভারত ও পাকিস্তান সেনা কর্মকর্তাদের মধ্যে আলাপচারিতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।