শোক আর নিরাপত্তায় তাজিয়া মিছিল

শোক আর নিরাপত্তায় তাজিয়া মিছিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীযের্র মধ্যে দিয়ে পালিত হচ্ছে ১০ মহররম, পবিত্র আশুরা। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল আজও।

বুধবার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইমামবাড়া হোসনে দালান থেকে শুরু হয় আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। গত বছরে ইমামবাড়ায় হামলা এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ডিএমপির পক্ষ থেকে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে মিছিলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল।

সে কারণে অন্যান্যবারের মতো নিজের শরীর রক্তাক্ত করে, মিছিলে শোক প্রকাশের চিরাচরিত দৃশ্য এবার দেখা যায়নি। তবে তাজিয়া মিছিলে ছিল শোকের মাতম। হিজরি ৬১ সালের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন কারবালার ময়দানে। দিনটি স্মরণে শিয়া মুসলমানরা তাজিয়া মিছিল করে থাকেন।