মুশফিক-মোসাদ্দেক ‍জুটিতে ইংল্যান্ডকে ২৭৮ রানের টার্গেট

মুশফিক-মোসাদ্দেক ‍জুটিতে ইংল্যান্ডকে ২৭৮ রানের টার্গেট

শেয়ার করুন

253369-3নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের লাকি গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান করেছে বাংলাদেশ। দলের পক্ষে মুশফিক সর্বোচ্চ অপরাজিত ৬৭ রান করেছেন। এছাড়া সাব্বির ৪৯, ইমরুল কায়েস ৪৬ এবং তামিম করেন ৪৫ রান। মিডল অর্ডারের বর্থতার পর মূলত সপ্তম উইকেটে মুশফিকুর রহীম এবং মোসাদ্দেক হোসেনের ৮৪ রানের জুটিই বাংলাদেশ ২৭৭ রান করতে মূল ভূমিকা পালন করে।

253360-3টস হেরে ব্যাট করতে নেমে দেখে শুনেই ইংলিশ বোলারদের বিপক্ষে ব্যাট করছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ওপেনিং জুটিতে এ দুজন ৮০ রান যোগ করেন। স্টোকস এর বলে ইমরুল আউট হন ৪৬ রানে। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যান তামিম। প্রথম বাংলদেশি হিসেবে পাচ হাজার রানের মাইলফলকও স্পর্ষ করেন এ ড্যাশিং ওপেনার। এর পরই আদিল রশীদের আক্রমন। প্রথমে শুরু করেন তামিমকে দিয়ে। ৪৫ রানে যখন তামিম আউট হন তখন বাংলাদেশের রান ১০৬।

এর পর দ্রুতই ফিরে যান মাহমুহুল্লাহ। তাকেও ফেরান ওই আদিল রশীদ। তবে চতুর্থ উইকেটে মুশফিককে নিয়ে সাব্ব্বির রহমান  ইংলিশ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন। ৫৪ রানের এ জুটি ভাঙে সাব্বির ফিরে গেলে। ৪৬ বলে ৪৯ রান করা সাব্বিরকে নিজের তৃতীয় শিকারে পরিনত করেন রশীদ। এর পর মইন আলীর বলে সাকিব এবং রশিদের বলে নাসির দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। ১৯২ রানে ৬ উইকেট হারানোর পর দলকে সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে নেন মুশফিক ও মোসাদ্দেক। দুজনে মিলে গড়ে তোলেন ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি।

253348প্রথমে ধির স্থির ব্যাট করলেও শেষ দিকে ইংলিশ বোলারদের উপর চড়াও হন এই দুজন। মুশফিক তুলে নেন নিজের অর্ধশত। শেষ ৫ ওভারে বাংলাদেশ তোলে ৫০ রান। মুশফিক ৬২ বলে চারটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৬৭ এবং মোসাদ্দেক ৩৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে আদিল রশীদ ক্যারিয়ার সেরা বল করে ৪৩ রানে নেন ৪ উইকেট।

সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাড়ায় স্বাগতিকরা। অধিনায়ক মাশরাফির অলরাউন্ড নৈপুন্যে ৩৪ রানে জয় পায় বাংলাদেশ। এবার সিরিজ জয়ের সমানে লাল-সবুজের প্রতিনিধিরা।