নাজিমউদ্দিন হত্যাকাণ্ডে সন্দেহভাজন একজন আটক

নাজিমউদ্দিন হত্যাকাণ্ডে সন্দেহভাজন একজন আটক

শেয়ার করুন

নাজিমউদ্দিন সামাদনিজস্ব প্রতিবেদক:

ব্লগার নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির  নাম রশিদুন্নবী।

রোববার রাতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করে। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রশিদুন্নবীকে গ্রেপ্তারের জন্য অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ। রশিদ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম দলের সক্রীয় সদস্য বলে জানান  উপকমিশনার ।

তিনি আরও বলেন, ২০১৫ সালে সে ওই সংগঠনে যোগ দেয়। এরপর থেকে দলের অপারেশন শাখার দায়িত্ব পালন করছে। গত ৬ এপ্রিল রাতে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র নাজিমুদ্দিন সামাদ। গেন্ডারিয়ায় নিজের বাসায় ফেরার পথে পুরান ঢাকার সূত্রাপুরে তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।