এফএসআইবিএলের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

এফএসআইবিএলের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

শেয়ার করুন

%e0%a6%8f%e0%a6%ab%e0%a6%8f%e0%a6%b8এটিএন টাইমস ডেস্ক:

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে (এফএসআইবিএল) ট্রেনিং ইনস্টিটিউটে নব নিযুক্ত প্রবেশনারী অফিসারদের নিয়ে ০৪ সপ্তাহ ব্যাপী ৩৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রশিক্ষণ কর্মসূচির  উদ্বোধন করেন।

উদ্বোধনী  বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সকলকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, ট্রেনিং ইনিস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমান, অনুষদ সদস্য লুৎফুল হক।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে  ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত ৩৩ জন প্রবেশনারী অফিসার অংশ গ্রহণ করছেন।