আইএস ঘাটি মসুল পুনরুদ্ধারের লড়াই শুরু

আইএস ঘাটি মসুল পুনরুদ্ধারের লড়াই শুরু

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

ইরাকের মসুল শহর আইএস জঙ্গিদের দখল থেকে পুনরুদ্ধার করতে লড়াই শুরু করেছে সরকারী বাহিনী ও কুর্দিপন্থী গেরিলারা। তাদের সহায়তা করছে মার্কিন সামরিক বাহিনী।

সোমবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরী আইএস মুক্ত করার জন্য গত কয়েক মাস ধরে প্রস্তুতি চলছিল। ২০১৪ সালের জুন মাসে গুরুত্বপূর্ণ এই শহরটি দখল করে জঙ্গিরা।

ইরাকের প্রধানমন্ত্রী বলেন, আইএসের সহিংসতা ও সন্ত্রাসবাদ থেকে সবাইকে মুক্ত করার অভিযান শুরু হয়েছে। মসুল পুনরুদ্ধারের অভিযানে অন্তত ২৫ হাজার সেনা অংশ নিচ্ছে। মসুল দখলের পর সেখান থেকেই আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল।

এদিকে এই লড়াইয়ে ব্যাপক রক্তপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত হতে পারেন অন্তত ১২ লাখ মানুষ।