জেএমবির ৪ নারী সদস্যের পাঁচ দিনের রিমান্ড

জেএমবির ৪ নারী সদস্যের পাঁচ দিনের রিমান্ড

শেয়ার করুন

জেএমবি নারী

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে গ্রেপ্তার জেএমবির ৪ নারী সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তার ওই চারজনকে এদিন আদালতে হাজির করে পুলিশ। ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সকালে র‍্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, ওই চারজনকে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আকলিমা রহমান ও ঐশি জেএমবির নারী শাখার নেতৃত্ব দিচ্ছে।

ঐশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাশ করে এখন শিক্ষানবিশ হিসেবে কাজ করছিলো। বাকী তিনজনই মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী।