শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ-সীবোট বন্ধ

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ-সীবোট বন্ধ

শেয়ার করুন

Photo munshiganj 17.08 (2)

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বৈরী আবহাওয়ার কবলে বুধবার সকালে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ১১টি রো-রো ফেরী দিয়ে যাত্রীসহ যানবাহন পারাপার স্বাভাবিক রেখেছে ঘাট কর্তৃপক্ষ। তবে ফেরী চলাচল ধীরগতি হওয়ায় ঘাট এলাকায় যানবাহনে রচাপ বেশী রয়েছে। এদিকে, লঞ্চ ও সীবোট চলাচল সম্পুর্ণ বন্ধ রয়েছে।

বি.আই.ডব্লিউ.টি.সি.-এর ব্যাবস্থাপক ম্যানেজার (মাওয়া) আব্দুল আলিম জানান, আবাহাওয়া অনুকূলে না থাকায় সকাল থেকে লঞ্চ ও সিবোট সম্পূর্ন বন্ধ রয়েছে। ১১ টি ফেরী দিয়ে যাত্রীসহ যানবাহন পারাপার অব্যাহত রয়েছে।

এদিকে, বিআইডব্লিউটিএ’র মাওয়া নৌ-বন্দরের নৌ-ট্রাফিকের ইন্সপেক্টর মো. সোলায়মান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পদ্মা উত্তাল হয়ে উঠলে সকাল ৯ টার দিকে নৌরুটে চলাচলকারী সকল লঞ্চ ও সীবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ অবস্থায় ফেরীঘাট এলাকায় ২৫০ থেকে ৩০০ গাড়ী পারাপারের অপেক্ষায় রয়েছে।