শরিয়তপুরে আদালত থেকে আসামি পলাতক

শরিয়তপুরে আদালত থেকে আসামি পলাতক

শেয়ার করুন

শরিয়তপুর শরীয়তপুর

শরীয়তপুর প্রতিনিধি:

শীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে মাদক মামলার এক আসামি পালিয়েছে।

পলাতক আসামির নাম সামাদ মাদবর। সে সদর উপজেলার দক্ষিন শৌলা গ্রামের আফসার মাদবরের পুত্র। বুধবার কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসে সে পালিয়ে যায়।

পুলিশ জানায়, সামাদ মাদবর শরীয়তপুর সদরের পালং মডেল থানার একটি মাদক মামলা ও একটি মারামারি মামলার আসামী। গত ২১ জুলাই সে গ্রেপ্তার হয়ে কারাগারে যায়। বুধবার তার আইনজীবি কামরুজ্জামান জামিনের জন্য আদালতে আবেদন করেন।

আদালত পুলিশ তাকে বেলা ১১টার দিকে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করেন। বেলা ১২টার দিকে সামাদ আদালত ভবন থেকে হাতকড়া লাগানো অবস্থায় পালিয়ে যায়।

শরিয়তপুর আদালত পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বলেন, ওই আসামিকে পাহারা দেয়ার  জন্য সাজেদুল ইসলাম ও ফজলুর রহমান নামে দুইজন পুলিশ কনেষ্টবল দায়িত্বে ছিলেন।

তাদের দায়িত্ব অবহেলার কারনে আসামি পালাতে পেরেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।