গাড়িসহ জব্দ করা সব জিনিস পরীমনিকে ফেরত দেয়ার নির্দেশ আদালতের

গাড়িসহ জব্দ করা সব জিনিস পরীমনিকে ফেরত দেয়ার নির্দেশ আদালতের

শেয়ার করুন

Poriনিজস্ব প্রতিবেদক।।
আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতারের সময় জব্দ করা গাড়িসহ সব জিনিস ফেরত দিতে নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

গত রোববার পরীমনির মামলায় জব্দ করা গাড়িসহ অন্যান্য আলামত জিম্মায় দেওয়ার বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)

সিআইডির প্রতিবেদনে বলা হয়, পরীমনির গাড়িসহ অন্যান্য জিনিসপত্র তাকে ফিরিয়ে দিলে তদন্তে বিঘ্ন ঘটবে না। এরপরই আজ মঙ্গলবার গাড়ি ফেরত চেয়ে পরীমনি আবেদন করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত আদালতে বলেন, পরীমনি তাঁর গাড়িসহ অন্যান্য আলামত ফেরত চান। অবশ্য রাষ্ট্রপক্ষ পরীমনির আলামত ফেরত বিষয়ে আপত্তি নেই বলে আদালতে জানান পিপি তাপস কুমার পাল।

আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে পরীমনির গাড়িসহ অন্যান্য আলামত তাঁর জিম্মায় দেন। তবে যখনই আদালত এই আলামত হাজির করতে বলবেন, তখন তা হাজির করতে হবে। শুনানির সময় আদালতে হাজির ছিলেন পরীমনি।