এম. আব্দুর রহিম আর নেই

এম. আব্দুর রহিম আর নেই

শেয়ার করুন

M_Abdur_Rahim এম. আব্দুর রহিম

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এম. আব্দুর রহিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর।

এম. আব্দুর রহিম ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। একাত্তরে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তাঁর ।

এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন এম আব্দুর রহিম। তিনি আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পিতা। জানাজা শেষে কাল দিনাজপুরের পাঁচপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।