শতাধিক চিকিৎসকের আপিলের অনুমতি মিলেছে

শতাধিক চিকিৎসকের আপিলের অনুমতি মিলেছে

শেয়ার করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে নিয়োগ পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১১০ জন চিকিৎসক।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ রোববার এ অনুমতি দিয়েছে। আপিল বিভাগে এসব চিকিৎসকের করা আপিল আবেদন খারিজ হওয়ার পর পুনর্বিবেচনার ওই আবেদন করা হয়।

আদালত আপিলের আবেদন মঞ্জুরের পাশাপাশি দুপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশও দিয়েছে। আদালতে চিকিৎসকদের পক্ষে শুনানিতে ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও এএম আমিন উদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৫ সালে ‘কিছু সংখ্যক পদে’ নিয়োগ দিতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে; যার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে রিট করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) তৎকালীন সাধারণ সম্পাদক ইকবাল আরসালান।