ভোটের আশায় কৃষ্ণাঙ্গ মার্কিনিদের দ্বারে ট্রাম্প

ভোটের আশায় কৃষ্ণাঙ্গ মার্কিনিদের দ্বারে ট্রাম্প

শেয়ার করুন

Trump-Supporters-Grand-Rapids-Michigan-Rally-AP

বিশ্ব সংবাদ ডেস্ক:

কৃষ্ণাঙ্গ মার্কিনিদের ভোট পেতে জোরেশোরেই প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ট্রাম্প ডেট্রয়েটের একটি গির্জা পরিদর্শন করেন। সেখানে একটি অনুষ্ঠানে উপস্থিত কৃষ্ণাঙ্গ মার্কিনিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আফ্রিকান-আমেরিকান সম্প্রদায় যে বর্ণবৈষম্যর শিকার হচ্ছে, তা সবাই জানে। যার নিকৃষ্ট উদাহরণ সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি। কিন্তু এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে।

ট্রাম্প বলেন, আপনাদের নিয়ে ভুল ধারণার অবসান করার সময় এসেছে। শতাব্দী ধরে এই সম্প্রদায়ের গির্জা ও ধর্মীয় কার্যক্রম মার্কিনিদের বিবেক হিসেবে কাজ করছে। প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চেয়ে প্রচারণায় এখন পর্যন্ত ট্রাম্পই এগিয়ে।

তবে মার্কিন নির্বাচনের জরিপ বলছে, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের কাছে হিলারির তুলনায় জনপ্রিয়তায় এখনো অনেক পিছিয়ে ট্রাম্প। এবার তাদের ভোট পেতে উঠে পড়ে লেগেছেন নিউ ইয়র্কের এই ব্যবসায়ী।