কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে সরকারের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে সরকারের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে সরকারের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে সার্বভৌম সম্পদ তহবিল নীতি ২০১৭ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে, বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

সার্বভৌম সম্পদ তহবিল নীতি ২০১৭ অনুসারে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে থেকে ১০ বিলিয়ন ডলার নিয়ে একটি তহবিল গঠন করবে। তবে আপাতত ২ বিলিয়ন ডলার নিবে সরকার। এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন পরিচালনায় বাণিজ্য সংগঠন আইন ২০১৬, বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট আইন ২০১৭ ও কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন ২০১৭ এর নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।