ইসি নিয়োগে চূড়ান্ত নামের তালিকা প্রকাশের দাবি বিএনপির

ইসি নিয়োগে চূড়ান্ত নামের তালিকা প্রকাশের দাবি বিএনপির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি যাদের নাম সুপারিশ করবে তা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

সার্চ কমিটি একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ লোকদেরই সুপারিশ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। রিজভী বলেন, নতুন নির্বাচন কমিশন দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সমর্থ হলে, বর্তমান সংকটময় রাজনীতি কিছুটা হলেও আশার আলো দেখতে পাবে।