শিক্ষার্থীদের পর এবার রুয়েটে শিক্ষকদের ক্লাস বর্জন

শিক্ষার্থীদের পর এবার রুয়েটে শিক্ষকদের ক্লাস বর্জন

শেয়ার করুন

রাজশাহী প্রতিনিধি :

শিক্ষার্থীদের অসদাচরণের প্রতিবাদ ও বিচারের দাবিতে, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার দুপুর থেকে উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে ৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে রোববার দুপুর পর্যন্ত অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নিলে অবরোধ তুলে নেয় তারা।

রুয়েট কর্তৃপক্ষ সম্প্রতি এক বর্ষের শিক্ষার্থীদের পরের বর্ষে উত্তরণের জন্য ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট পাওয়ার বাধ্যবাধকতা দিয়ে নতুন নিয়ম করে। দেশের অন্য কোনও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘এত কঠোর নিয়ম’ নেই দাবি করে আগের ‘ক্যারি অন’ পদ্ধতিতে ফিরে যেতে ২৮ জানুয়ারি আন্দোলন শুরু করে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।