আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন

শ্রমিক নিহত।। সাভার প্রতিনিধি।।

আশুলিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বুলবুল হোসেন (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর একজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার নির্মাণাধীন হাজী আঃ মোতালেব মন্ডল মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত বুলবুল হোসেনের এর বাড়ী নীলফামারী জেলায় বলে জানা গেছে। সে আশুলিয়ার মধুপুরগ্রামে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রী কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। আহত মো. আঃ হালিম যশোর জেলা কেশবপুর থানা গোপসানা গ্রামে বাড়ি।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে পাঁচজন রাজমিস্ত্রী নির্মাণাধীন হাজী মোতালেব মন্ডল মার্কেটে কাজ করতে আসেন। এসময় বেলা তিনটার দিকে রডের কাজ করতে গেলে ভবনের সামনে দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সাথে রড লাগলে ঘটনাস্থলেই বুলবুলের মৃত্যু হয়। এসময় আহত হালিম নামের একজনকে অন্য মিস্ত্রীরা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরির্দশক আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।