১৯ দিন পর বাসায় ফিরলেন আতিয়া মহলবাসী

১৯ দিন পর বাসায় ফিরলেন আতিয়া মহলবাসী

শেয়ার করুন

আতিয়া-মহল-এখন-ধ্বংসাবশেষসিলেট প্রতিনিধি :

সিলেটে জঙ্গিবিরোধী অপারেশনের ১৯ দিন পর মঙ্গলবার বাসায় ফিরলেন আতিয়া মহলবাসী। সকাল ১০টা থেকে ২৮ পরিবারকে তাদের ফ্ল্যাটে ঢোকার অনুমতি দেয় পুলিশ।

তবে প্রত্যেকেরই সাজানো সংসার আর আগের মতো নেই। অভিযানের নষ্ট হয়েছে ব্যবহার্য জিনিসপত্র। কেউ কেউ স্বর্ণালংকারসহ মূল্যবান অনেক কিছুই না পেলেও নিরাপদে ঘরে ফিরছেন তাতেই শান্তি পরিবারগুলোর।

এদিকে পুলিশ জানায়, ভবনটির এখনও নিরাপদ না, বাসিন্দাদের ক্ষতিপূরণের বিষয়টিও কর্তৃপক্ষ নজরে আনা হবে।

জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর ২৪ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে শুরু হয় অপারেশন টোয়াইলাইট। ৮০ ঘণ্টার কমান্ডো অভিযানের আতিয়া মহলের ৭৮ জন বাসিন্দাকে অক্ষত অবস্থায় উদ্ধার ও চার জঙ্গির মৃত্যু হয়।