তিস্তা নিয়ে মমতা ব্যানার্জি মিথ্যাচার করছেন!

তিস্তা নিয়ে মমতা ব্যানার্জি মিথ্যাচার করছেন!

শেয়ার করুন

8604812597_f95c0dd6fe_bনিজস্ব প্রতিবেদক :

তিস্তা নিয়ে মমতা ব্যানার্জি মিথ্যাচার করছেন। এমন মন্তব্য পানি বিশেষজ্ঞদের। সেই সঙ্গে তারা বলছেন, একটি দেশের প্রধানমন্ত্রীর কথাকে গুরুত্ব না দিয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে গুরুত্ব দেয়ার কিছু নেই।

এই ছবিতে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের গজল ডোবায় তিস্তা ব্যারেজের ছবি। এক সময়কার প্রমত্তা তিস্তার উপর এই বাধ দিয়েছে ভারত সরকার। এই বাধের এপাড়ে, বর্ষাকাল ছাড়া তিস্তা নদীই নয়, ধুধু বালুচর। আর বাধের ওপরে পানিতে টইটুম্বুর নদী।

গজল ডোবার তিস্তা ব্যারেজের দুই পাশে দুটি খাল কেটে পানি নিয়ে যাওয়া হয়েছে পশ্চিম বঙ্গের জলপাইগুড়িসহ বিভিন্ন জেলায়। বাংলাদেশকে বঞ্চিত করে সেখানে কৃষি কাজে ব্যবহার হয় তিস্তার পানি।

শুধু তাই নয়, তিস্তার এই কৃত্রিম খালের একটি অংশ গিয়ে মিশেছে মহানন্দা নদীতে। বাংলাদেশের সীমান্ত ঘেষা এই নদীতেও বাধ দিয়েছে ভারত সরকার।  শুষ্ক মৌসুমে বাধের ভাটায় মহানন্দাও বালুচর। একই ভাবে খাল কেটে  মহানন্দার পানিও সেচ কাজের ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গে।

সম্প্রতি ভারতের এই রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি নিজে গিয়ে দেখে এসেছেন তিস্তায় পানি নেই।