‘সব চুক্তি ও সমঝোতা স্মারক দেশবাসী জানতে পারবে’

‘সব চুক্তি ও সমঝোতা স্মারক দেশবাসী জানতে পারবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ভারতের সঙ্গে যে সব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, দেশবাসী তা জানতে পারবে। ভারত সফর নিয়ে বিকেলে বুধবার গণভবনে ডাকা সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পানি আসবে, তবে ধৈর্য ধরতে হবে।

সংবাদ সম্মেলনে ভারত সফর নিয়ে সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রশ্নের কিছু নেই। আমি বেঁচে থাকতে থাকতে দেশের স্বার্থবিরোধী কিছু হবে না।

তিনি বলেন, তিস্তার পানি আসবেই, পানি কেউ আটকে রাখতে পারবে না।

প্রধানমন্ত্রী এসময় তিস্তা চুক্তি না হওয়ায় বিএনপির করা সমালোচনার বিষয় বলেন, তিস্তার পানি নিয়ে এখন অনেকেই কথা বলেন; কিন্তু ভারত যখন গজলডোবায় বাঁধ দিল, তখন যারা ক্ষমতায় ছিল, তখন তো কেউ কথা বলেনি।

প্রধানমন্ত্রী বলেন, তিস্তা নিয়ে বিএনপি কি বলল না বলল তাতে কিছু আসে যায় না। আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে। আমি দেশের স্বার্থবিরোধী কিছু করবো না।

তিনি বলেন, ভারতেস সঙ্গে ১১ টি চুক্তি এবং ২৪ টি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। এখানে লুকোচুরির কিছু নেই।

এসময় তিনি বলেন, ‘২০১৮ সালে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছি।’