সাঁওতাল পল্লীতে বিচারিক হাকিম, তদন্ত শুরু পিবিআই’র

সাঁওতাল পল্লীতে বিচারিক হাকিম, তদন্ত শুরু পিবিআই’র

শেয়ার করুন

gobindaganj_dhakatimes

গাইবান্ধা প্রতিনিধি  :

গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতাল পল্লীতে হামলা, ভাংচুর, আগুন ও গুলি করে তিন সাঁওতাল হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আর সেখানে পৌছেছে উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটিও।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি তদন্ত টিম মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে পৌঁছে। তারা ক্ষতিগ্রস্ত মাদারপুর ও জয়পুরপাড়া ঘুরে দেখেন এবং সাঁওতালদের সঙ্গে কথা বলেন।

তদন্ত কর্মকর্তা বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেন সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন পাঠানো হবে।

এছাড়া একই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটিও মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে পৌঁছেছেন।