তৃতীয়বার নির্বাচন করলে ট্রাম্পকে হারাতেন ওবামা

তৃতীয়বার নির্বাচন করলে ট্রাম্পকে হারাতেন ওবামা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

তৃতীয়বার ভোটে দাঁড়ানোর সুযোগ থাকলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জবাবে টুইট করে বলেছেন, কোনো মতেই তা হতে পারত না। কারণ আইএসের বিস্তার আর স্বাস্থ্যনীতি যুক্তরাষ্ট্রকে বিপর্যয় উপহার দিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দুই মেয়াদের বেশি কারও প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই।

ওবামা তার সাবেক উপদেষ্টা ডেভিড অ‌্যাক্সেলর্ডকে দেয়া সাক্ষাতকারে বলেন, আমেরিকার জনগণ হয়ত আবারও তাকে সমর্থন দিত। ২০০৮ সালে প্রথম দফার নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনে জয়ের কথা মনে করিয়ে দিয়ে ওবামা বলেন, তিনি আত্মবিশ্বাসী। এবারের নির্বাচনে দাড়ালে, অবশ্যই তার জয় হতো।

ওবামা বলেন, তিনি অধিকাংশ মার্কিনিকে ঐক্যব্ধ করতে পারতেন। হিলারি ক্লিনটনের প্রচারণার প্রশংসা করে ওবামা বলেন, চমৎকার ভাকে তিনি ট্রাম্পের ভুলগুলো তুলে ধরেছেন। কর্মজীবীদের লক্ষ্য করে আরো ভাল ভাবে প্রচার চালানো যেত বলে মনে করেন ওবামা।