শিশু একুশের দায়িত্ব পেলেন শাকিলা-জাকিরুল দম্পতি

শিশু একুশের দায়িত্ব পেলেন শাকিলা-জাকিরুল দম্পতি

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে আর্বজনার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক একুশের দায়িত্ব পেলেন শাকিলা আক্তার ও জাকিরুল ইসলাম জাকির দম্পতি।

চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু বিষয়ক বিশেষ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস বুধবার এই আদেশ দেন।

জাকির পেশায় ডাক্তার ও শাকিলা গৃহিণী। একই সঙ্গে, ১০ লাখ টাকার শিক্ষা বীমা, ভবিষ্যতে প্রকৃত বাবা-মা দাবি করলে প্রমাণসাপেক্ষে ফেরত দেয়া, শিশুটির স্বার্থের পরিপন্থী কোনো কিছু না করা এবং নির্দিষ্ট সময় পরপর তার শারীরিক অবস্থা জানানোর চার শর্ত নির্ধারণ করে দিয়েছেন আদালত।

গত ২১ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামে কর্ণেলহাট এলাকার আর্বজনার স্তুপ থেকে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ। একুশের রাতে উদ্ধার হওয়ায় আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ নবজাতকের নাম রাখেন একুশ। তাকে লালন-পালনের জন্য ১৬ জন আবেদন করেন। অবশেষে ১৯ বছরের নিঃসন্তান শাকিলা ও জাকিরুল দম্পতি শিশু একুশের দায়িত্ব পান।