বাংলাদেশ ব্যাংকে আগুন: পুড়েছে ৮০ লাখ টাকার মালামাল

বাংলাদেশ ব্যাংকে আগুন: পুড়েছে ৮০ লাখ টাকার মালামাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটির প্রতিবেদনে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।

বুধবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শুভঙ্কর সাহা বলেন, জরুরি ও দাফতরিক কোনও কাগজপত্রের ক্ষতি হয়নি। ঘটনাস্থলে চা বানানোর কেটলি পাওয়া গেছে। এই কেটলি থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য ব্যাংকের কেয়ারটেকার দ্বারা সার্কিট ব্রেকার বন্ধ, আধুনিক ফায়ার প্রটেকশন ব্যবহার এবং একজন কন্ট্রোলার নিয়োগ ও কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা চালুর সুপারিশ করেছে তদন্ত কমিটি।

গত ২৩ মার্চ রাতে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের কক্ষে আগুন লাগে।