লক্ষ্মীপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

লক্ষ্মীপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

শেয়ার করুন

Laxmipur Boishak pic 14.04.2014লক্ষ্মীপুর প্রতিনিধি :

অশুভ শক্তি  ও সাম্প্রদায়িকতা রুখে দেয়ার প্রত্যয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় শোভাযাত্রাটি বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, পালকি, বর-কনে, রাজা-সেপাই সাজে সজ্জিত ছিলো। এ ছাড়া বহন করা হয় বিভিন্ন ধরনের প্রতীকী শিল্পকর্ম, বাঙ্গালী সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ, রংবেরংয়ের মুখোশ ও নানা প্রাণীর প্রতিকৃতি।

শোভাযাত্রা শেষে আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।