রমনা বটমূলে নতুন বছরকে বরণ করে নিলো ছায়ানট

রমনা বটমূলে নতুন বছরকে বরণ করে নিলো ছায়ানট

শেয়ার করুন

17903525_1419990871373147_4302848459864531117_nনিজস্ব প্রতিবেদক :

বরাবরের মতো রমনা বটমূলে নতুন বছরকে বরণ করে নিলো ছায়ানট। এবার তারা উদযাপন করলো বর্ষবরণের ৫০ তম উৎসব।

৫০ বছর আগে রমনা বটমূলে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন শুরু করেছিল। কালের পরিক্রমায় সেই আয়োজন বাঙালী জীবনে এনে দেয় এক নতুন মাত্রা। শুধু বর্ষবরণের আবাহন নয়, এই অনুষ্ঠান বাঙালীর জীবন যাপনে উৎসবে রূপ পায়। পরিনত হয় বাংলা ভাষাভাষি মানুষের প্রধান সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রীতি, শুভেচ্ছা আর ভাব বিনিময়ে এ উৎসব মানুষে মানুষে সম্পৃতির এক মেলবন্ধন তৈরী করে। যা বছর জুড়ে বাঙালীর পথ চলাকে করে আনন্দময়।

এবার তারা অনুষ্ঠানটি সাজায় ৫০ বছর আগের অনুষ্ঠানটির আদলে। পরিবেশন করে প্রথম উদযাপনের বেশ কটি গান। একক ও দলীয় পরিবেশনা বরাবরের মতোই মুগ্ধ করে সমাগত দর্শক শ্রোতাদের।