মিতু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তার পিতা

মিতু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তার পিতা

শেয়ার করুন

 

চট্টগ্রাম প্রতিনিধি :

মিতু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তার পিতা মোশাররফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে, সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে এসে মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, পলাতক দুই আসামি কালু ও মুছাকে গ্রেপ্তার করা গেলে আসল সত্য বেরিয়ে আসবে। আর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, মামলা সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতেই মিতুর বাবাকে ডাকা হয়েছিল।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রামের নিজাম রোডে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ১৫ ডিসেম্বর মামলার ব্যাপারে বাবুল আক্তারকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।