মংলা বন্দর, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

মংলা বন্দর, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

শেয়ার করুন

নিজাম উদ্দীন, মংলা প্রতিনিধি :

ঢাকায় র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা ও খিলগাঁওয়ে র‌্যাবের ওপর হামলা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে মংলা বন্দরে বাড়তি সতর্কাবস্থা নেয়া হয়েছে। বন্দর জেটি, পশুর চ্যানেল. ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলসহ সরকারী-বেসরকারি স্থাপনা এলাকায় নিজস্ব নিরাপত্তা জোরদারের পাশাপাশি নৌ বাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।

বন্দর এলাকায় চলাচলকারী লোকজন ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা। বন্দর এলাকা জুড়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান শনিবার সকালে জানান, বন্দরের সংরক্ষিত এলাকা, বন্দর চ্যানেলে হাড়বাড়িয়াসহ সকল জায়গার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নৌ বাহিনীর পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কোস্ট গার্ডের কাছেও সহায়তা চাওয়া হয়েছে।