ফরিদপুরে আওয়ামী লীগের বিশাল সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে আওয়ামী লীগের বিশাল সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন

 

236650855_204607018360097_1340815723286206665_n।। কামরুজ্জামান সোহেল,ফরিদপুর ।।
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবী জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সমাবেশ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এ দাবী জানান। বক্তারা বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হচ্ছে তারেক জিয়া। তার পরিকল্পনায় আওয়ামী লীগকে শেষ করে দিতে গ্রেনেড হামলা চালানো হয়। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক বলেন, আজ কাঁদতে আসিনি। আজ এসেছি বিচার চাইতে। যারা বঙ্গবন্ধু কন্যার উপর গ্রেনেড হামলা চালিয়েছে তাদের কঠিন শাস্তি দিতে হবে। ২১ আগষ্ট যারা ভয়াবহ বোমা হামলা চালিয়েছিল তাদের বাংলার মাটি থেকে উৎখাত করা হবে। যতদিন বঙ্গবন্ধুর একজন সৈনিকও বেঁচে থাকবে ততদিন এ দেশে রাজাকারদের কোন ঠাঁই হবেনা।

ফরিদপুর শহরের লাবলু সড়কে বিকাল চারটায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, এফবিসিসিআইএর সাবেক সভাপতি একে আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, পৌরমেয়র অমিতাব বোস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, মাইনুদ্দিন আহমেদ মানু, আওয়ামীলীগ নেতা সাইফুল আহাদ সেলিম, মনিরুল হাসান মিঠু, আইভি মাসুদ, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মোল্যা, যুবলীগ নেতা ফারুক হোসেন, মাসুদুল হক, জাহিদ বেপারী, আক্কাস হোসেন, আবু নাইম, শওকত আলী জাহিদ, যুবলীগ নেতা রাহাত খান, ছাত্রলীগ নেতা তামজিলুর রশিদ রিয়ান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাসির, যুবলীগ নেতা সৈয়দ আলী আশরাফ পিয়ার, আলী আজগর মানিক।
বিশাল এ সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।