পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি  চলছে, লঞ্চ বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি  চলছে, লঞ্চ বন্ধ

শেয়ার করুন
Paturia_Fheri
ছবি- এটিএন টাইমস
।। মোঃ রনি মিয়া, মানিকগঞ্জ ।।
আজ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের পাটুরিয়া ঘাট থেকে কোন লঞ্চ ছেড়ে যায়নি। লকডাউনের প্রথমদিনে ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। বড় ৭টি রোরো ফেরি  এবং ছোট ৬টি ইউটিলিটি ফেরি সার্ভিস চালু আছে  পাটুরিয়া ঘাটে।সকালে কিছু দূরপাল্লার পরিবহন দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে পারাপার করে ঘাট কর্তৃপক্ষ । এই দূরপাল্লার পরিবহন গুলো গতকাল রাতে দৌলতদিয়া ঘাট থেকে পার না হতে পারার কারণে, সকালবেলা ঘাট কর্তৃপক্ষ এই দূরপাল্লার পরিবহন গুলোকে পারাপার করে দেন । রাতের এই দূরপাল্লার পরিবহন গুলো পারাপার করার পরে আর কোন পরিবহন পারাপার করেননি ঘাট কর্তৃপক্ষ । দূরপাল্লার কোন যানবাহন পারাপার না করলেও পণ্যবোঝাই সমস্ত ট্রাক পার করছে কর্তৃপক্ষ। লকডাউনে দূরপাল্লার পরিবহন এর সাথে সাথে জেলা ভিত্তিক সমস্ত যানচলাচল বন্ধ। এতে বিপাকে পড়েছেন অনেকে যাত্রী। সকাল থেকে ঢাকা উদ্যেশে অনেক যাত্রীকে ভিড় জমাতে দেখা গেছে এই পাটুরিয়া ঘাট পয়েন্টে। দূরপাল্লার পরিবহন এবং কোনরকম লোকাল সার্ভিস পরিবহন না থাকার কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছেন  ঘটে এছে। তাদের কাছে এই লকডাউন এর ভিতরে বাড়ি থেকে বের হবার  বিষয়টি জানতে চাইলে তারা নানান রকম অজুহাত দেখিয়েছ গণমাধ্যমের কাছে।