বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ 

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ 

শেয়ার করুন
IMG_20210621_155802
।। সালাহ উদ্দিন সৈকত,কালিয়াকৈর,গাজীপুর।।
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেছে শ্রমিকরা।এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। সোমবার (২১ জুন) সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় আব্দুল্লাহ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা গত মে ও চলতি মাসের বকেয়া বেতনের দাবিতে ঐ কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে।পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়।
কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঐ কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়,গত দুই মাস ধরে মালিক বেতন বন্ধ করে দিয়েছে। আজকে সকালে এসে দেখা যায় কারখানা তালা ঝুলছে।এ ঘটনায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে  সড়ক অবরোধ করে।
গণমাধ্যমের পক্ষ থেকে ঐ কারখানার মালিক হারুনের সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনোয়ার হোসেন চৌধুরী বলেন,”এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়া হয়।তবে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কোন যোগাযোগ করতে পারিনি।”