কাঁচামাল ব্যবসায়ীদের নড়াইল জেলা প্রশাসকের কাছে আকুতি

কাঁচামাল ব্যবসায়ীদের নড়াইল জেলা প্রশাসকের কাছে আকুতি

শেয়ার করুন

narail pic

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
বাড়ি থেকে কাকডাকা ভোরে শহরের উদ্দেশ্যে রওনা হই। শহরের আড়ত থেকে কাঁচামাল শাক-সবজিসহ
অন্যান্য জিনিস কিনে গ্রামাঞ্চলের বাজারে পৌছাতে বেলা ১০/১১টা বেজে যায়। কিন্তু ভোর থেকেই
লকডাউন। তাহলে আমরা কেমন করে ব্যবসা করি? আমাদের সংসার চালানো দায়। ছেলে মেয়ে নিয়ে
কিভাবে বেচে থাকবো? ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন নড়াইলের কালিয়া উপজেলা পিরোলী ইউনিয়নের
পিরোলী বাজারের কাচামাল ব্যবসায়ী ইউসুফ খান। তিনি জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করে
বলেন,এই লকডাউনের মধ্যে কাচা বাজারের সময়সীমা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করে
ব্যবসায়ীদের রক্ষা রুকন।
যশোরের অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের কাচামাল ব্যবসায়ী আব্দুস সাত্তার পিরোরী বাজারে
ব্যবসা করেন। তিনি বলেন,কাচামাল পচনশীল দ্রব্য। সময়মতো বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে
যাবে। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবো। আমাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আকুতি
জানাচ্ছি।
এদিকে লকডাউনের বিধিভঙ্গের কারণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নড়াইল সদর উপজেলার তুলারামপুর
বাজারের কয়েকজন কাচামাল ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করেছেন।
জানতে চাইলে জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান বলেন,কষ্ট হলেও সপ্তাহব্যাপী লকডাউনের সময়সীমা
মানতে হবে। এই সময়সীমা শেষ হলে আগামিতে কাচামাল ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনা করা হবে। তিনি
সকল ব্যবসায়ীদের লকডাউনের বিধি-নিষেধ মেনে চলতে এবং মাক্স ব্যবহার করতে অনুরোধ করেন।