নোয়াখালীতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

নোয়াখালীতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

শেয়ার করুন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার মাঝরাতে, নাজিম উদ্দিন, সাঈদ উদ্দিন, মাইন উদ্দিন, আবদুর রহসান ও আরিফুল ইসলাম সজিব নামে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে শটগানের বুলেট রয়েছে। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ৩০ আগস্ট সোনাদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রিয়াজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার নিহতের বাবা কোরবান আলী বাদী হয়ে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীসহ ১৫৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ঘটনার জের ধরে বুধবার বিকেলে, নিহত রিয়াজ উদ্দিন গ্রুপ ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১১ জন। এদিকে, তাকে মিথ্যা মামলায় জড়ানোর বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় প্রতিপক্ষের লোকজন হামলা করেছে বলে সাবেক সাংসদ মোহম্মদ আলী পাল্টা অভিযোগ করেন।