নাব্য সঙ্কট: কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত

নাব্য সঙ্কট: কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত

শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি :

নাব্য সঙ্কটের কারণে ব্যাহত হচ্ছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। গত এক সপ্তাহ ধরে ২০টি ফেরির মধ্যে মাত্র ৪-৫টি ফেরি চললেও মিলছে না কোন প্রতিকার। সমস্যা সমাধানে আরো ৫ দিন লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতি বছর বর্ষায় নদীর উজান থেকে বন্যার পানির সঙ্গে আসা পলি জমে পদ্মা নদীতে। ফেরিসহ সব ধরনের নৌ-যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি বছর ড্রেজিং করে পলি অপসারণও করা হয়। কিন্তু সেই পলি নদীতে এসে মিশে আবারো দেখা দেয় নাব্য সঙ্কট।

গত এক সপ্তাহ ধরে ২০টি ফেরির মধ্যে ছোট আকৃতির মাত্র ৪ থেকে ৫টি ফেরি চলাচল করছে। প্রতিদিনই শিমুলিয়া ও কাঠালবাড়ি ঘাটে বাড়ছে যানবাহনের দীর্ঘ

এদিকে, ৩৫০ ফুট এলাকায় ৬টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ করছে বিআইডব্লিউটিএ। এই সমস্যা সমাধানে আরো ৫ দিন লাগবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে, নৌরুটটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প নৌরুট হিসেবে পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ব্যবহার করার পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি।