টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ভারতের

টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ভারতের

শেয়ার করুন

267915স্পোর্টস ডেস্ক :

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার একমাত্র টি-টোয়েন্টিও জিতলো ভারত। বুধবার একমাত্র টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারীরা। লঙ্কানদের দেয়া ১৭১ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছেঁ যায় বিরাট কোহলীর দল।

কলম্বোয় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৩ রান করেন মুনাবীরা। এছাড়া ৪০ বলে আশান প্রিয়ঞ্জনের ব্যাট থেকে আসে ৪০ রান। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল ৩টি ও কুলদীপ যাদব নেন ২টি উইকেট। জবাবে, দলীয় ৪২ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে ভারত। তবে তৃতীয় উইকেটে বিরাট কোহলি ও মনীষ পান্ডে ১১৯ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচে সর্বোচ্চ ৮২ রান আসে কোহলির ব্যাট থেকে। এছাড়া মনীষ পান্ডে অপরাজিত থাকেন ৫১ রানে। ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন কোহলি।