কেন্দুয়ায় জালিয়াতির মাধ্যমে নদীকে খাল দেখিয়ে ভুয়া প্রকল্পঃ এলাকাবাসীর মানববন্ধন

কেন্দুয়ায় জালিয়াতির মাধ্যমে নদীকে খাল দেখিয়ে ভুয়া প্রকল্পঃ এলাকাবাসীর মানববন্ধন

শেয়ার করুন
Screenshot (31)

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণাঃ  এলজিইডি বলছে সারাদেশে জাইকার অর্থায়নে ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় বন্যা ব্যবস্থাপণা, পানি নিষ্কাশন,  পানি সংরক্ষণ, সেচ এলাকা উন্নয়নে ২৯ টি জেলায় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে তারা। এরই অংশ হিসেবে কেন্দুয়া উপজেলাধীন বেতাই নদীতে ৯ কিলোমিটারজুড়ে ২ কোটি ৮ লক্ষ ৮৯ হাজার ৯৮২ টাকা ব্যয়ে একটি খান খনন প্রকল্প ইতোমধ্যেই প্রায় শেষ করেছেন তারা।

কিন্তু  সাম্প্রতিক সময়ে এর খনন কাজে কারচুপি, বেতাই নদীকে জালিয়াতির আশ্রয় নিয়ে বেতাই খাল নামকরণের মাধ্যমে কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী বেতাই নদীর ঐতিহ্যকে ম্লান করে দেওয়ার অপচেষ্টা এবং অপরিকল্পিতভাবে খনন করায় বেশকয়েকটি খাল বিলুপ্তির পথে দাবি করে প্রতিবাদী হয়ে উঠেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সোমবার (১৭ মে) এর প্রতিবাদে মানববন্ধনও করেছে স্থানীয়রা। উল্লেখ্য, বেতাইনদীটি  সান্দিকোনা ও রোয়াইলবাড়ী ইউনিয়নের মধ্য অববাহিকায় অবস্থিত।
সরেজমিনে গিয়ে জানা যায়, উদ্বোধনী নাম ফলকে নেত্রকোণা জেলার  কেন্দুয়া উপজেলাধীন ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন ( ২য় পর্যায়) এর আওতায় বেতাই খাল পাবসস লিঃ বাস্তবায়নে এলজিইডি,নেত্রকোণা লেখা রয়েছে।
প্রকল্পে খাল লেখা অথচ সান্দিকোনা  ভূমি অফিসসূত্রে জানা যায়,  ১ নং বি আর এস খাস খতিয়ানে মোট ১২ একর ১৭ শতাংশ জমিতে শ্রেণী নদী উল্লেখ রয়েছে।  তন্মধ্যে বালুচর মৌজার জে,এল,নং ১১৯, দাগ নং ৫৭৭- এ ৮ একর ৩০ শতাংশ এবং পেরী সাহিতপুর মৌজায় ৩ একর ৮৭ শতাংশ। পেরী সাহিতপুর মৌজার  জে,এল,নং ১১৪, দাগ নং ৩৪৬ এ ১ একর ২ শতাংশ ও ১৪৭ দাগে ২ একর ৮৫ শতাংশ । উভয় জে এল নং এর দাগ অনুযায়ী শ্রেণী নদী উল্লেখ রয়েছে এবং মালিক হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক নেত্রকোণা উল্লেখ রয়েছে।
 স্থানীয় জনগন জানায়,  এ নদীটি আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক। কেন্দুয়ার প্রধান নদ নদীর মধ্যে বেতাই নদী অন্যতম।  প্রকল্পে কিভাবে  খাল হল?
তা আমাদের বোধগম্য নয়!  বাজেট অনুযায়ী কাজেও নিয়ম নীতির তোয়াক্কা করা হয় নি! প্রকৃত নাম পাল্টে নদীকে খাল বানিয়ে প্রকল্প এনে ইতিহাস বিকৃতির পায়তারা চলছে।
 নতুন প্রজন্ম আগামীদিনে বেতাই নদীকে খাল হিসেবে চিনবে। এটা হতে পারেনা। এছাড়াও স্থানীয় জনগন জানায়  প্রকল্পের বাজেট অনুযায়ী কাজের মান  প্রশ্ন বিদ্ধ। নদীর পাড়ে কাজের কোন সাইনবোর্ড ও পাওয়া যায় নি! দুই ইউনিয়নের সচেতন হাজারো মানুষের একটাই প্রশ্ন  নদী কেন কিভাবে খাল হল?
এ বিষয়ে নেত্রকোণা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ এটিএন টাইমসকে  জানান, বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভালো বলতে পারবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএনটাইমসকে  জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এব্যাপারে আমি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছি।
এলজিইডির নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার কুন্ডু বলেন, “আমি তখন ছিলাম না। আর এতদিন জনগন কোথায় ছিল, এখন কোথাথেকে এল। তারপরও অনিয়ম হয়েছে কিনা আমরা খতিয়ে দেখছি। “