ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা নিহত তিন বন্ধুকে অশ্রুসিক্ত নয়নে নড়াইল পৌর গোরস্থানে দাফন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা নিহত তিন বন্ধুকে অশ্রুসিক্ত নয়নে নড়াইল পৌর গোরস্থানে দাফন

শেয়ার করুন

Narail Road Accident Death Photo- (2)ছবি- সংগৃহীত


কার্ত্তিক দাস, নড়াইলঃ সোমবার রাতেই শহরে মাইকিং করা হয় সকাল ১০টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে
জানাজা অনুষ্ঠিত হবে। ১০টা বাজার আগেই বিদ্যালয় মাঠের খোলা টিনের ঘরে তিনটি খাটিয়ায় সারি
দিয়ে রাখা হয় তিন বন্ধুর মরদেহ। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে পৌর কেন্দ্রীয় গোরস্থানে দাফন
করা হয় তিন বন্ধুকে। মৃতের স্বজন ছাড়াও কয়েক হাজার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন। নড়াইল-
২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজাও এ জানাজায় শরিক হন। জানাজায় নিহতদের স্বজনসহ
বন্ধু,শোভাকাঙ্খিদের কাদতে দেখা গেছে।

narail=ছবি- এটিএন টাইমস
পারিবারিক সূত্রে জানা যায়। পদ্মাসেতু দেখার জন্য তিন বন্ধু রাউফ গাজী(১৭),গালিব আহম্মেদ
তুর্য(১৬) এবং শাহীনুর রহমান সান(১৭) মোটরসাইকেল যোগে গত সোমবার সকালে বাড়ি থেকে বের
হয়। এদের সবার বাড়ি নড়াইল পৌর এলাকায়। রাউফ গাজী মহিষখোলা গ্রামের মো.গাজী আমিনুর
রহমানের ছেলে। গালিব আহম্মেদ তুর্য লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি
চেয়ারম্যান মো.নজরুল ইসলাম জমাদ্দারের ছেলে। সে নড়াইল পৌর সভাুর মহিষখোলা পুরানো বাজার
এলাকায় নিজেদের বাড়িতে থাকতো। শাহীনুর রহমান সান আলাদাতপুর গ্রামের আব্দুল মান্নানের
ছেলে।
সেতু দেখে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় মাওয়া-ভাটিয়াপাড়া মহাসড়কের জয় বাংলা নামক স্থানে
পৌছালে সামনের দিক থেকে আসা একটি মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে রাউফ ও তুর্য় ঘটনাস্থলে
এবং সানকে গোপালগঞ্জ হাসপাতালে নেবার সময় মারা যায়।
নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। পাড়া-পড়শিরাও এর সঙ্গে যুক্ত হয়ে পরিবেশটা করে
তোলেন হৃদয় বিদারক। স্বজনদের পক্ষ থেকে কোনো মন্তব্য কিংবা বক্তব্য পাওয়া যায়নি। শুধু
বলতে শোনা গেছে আল্লাহ যেন তাদের বেহেস্ত নসিব দান করেন।

narail-0ছবি- এটিএন টাইমস
নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস,এম জলিল এটিএন টাইমসকে জানান,নিহত তিন
জনই ২০১৬ সালে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।
নিহতদের বন্ধু রাদিয়ান তাছরিফ (১৭),সৌরভ মোল্লা(১৭)আবেগ তাড়িত কন্ঠে জানায়,আমরা সবাই
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র। একই সঙ্গে সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬
সালে এসএসসি পাশ করি। যে বন্ধুরা মারা গেছে ছাত্র হিসেবে তারা অনেক ভালো ছিল। আমরা ভালো
বন্ধুদের হারালাম। তিনজন মায়ের কোল খালি হলো। এ মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। কাদতে
কাদতে তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে তুমি তাদের বেহেস্ত নসিব দান করো। বন্ধুরা যদি
কোন অপরাধ করে থাকে তা মাফ করে দিও।