কালিয়াকৈরে কোকোলা ফুড প্রডাক্টসকে দুই লক্ষ টাকা জরিমানা

কালিয়াকৈরে কোকোলা ফুড প্রডাক্টসকে দুই লক্ষ টাকা জরিমানা

শেয়ার করুন

3c5be805a9c329660b9ddfab1013e1f0সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈরঃ গাজীপুরের কালিয়াকৈরে কোকোলা ফুড প্রডাক্টস লিমিটেডকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।

শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানকে এই জরিমানার আওতায় আনা হয়। এ সময় কোকোলা ফুড প্রডাক্টস লিমিটেড অস্বাস্থ্যকর পরিবেশে নুডুলস তৈরি,বিস্কিট তৈরির উদ্দেশ্যে পঁচা খামি সংরক্ষণ এবং ব্যবহার্য কেমিক্যালের গায়ে তথ্য সম্বলিত লেভেল না থাকায় ‘নিরাপদ খাদ্য আইন’- ২০১৩ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’-২০০৯ মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় জনসাধারণকে সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। বিপনী বিতানগুলোতে পরিদর্শনে সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ কামরুজ্জামান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,গাজীপুর জেলা প্রশাসন।