কালিয়াকৈরে গণপরিবহন চলাচলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈরে গণপরিবহন চলাচলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন
IMG_20210502_181152

সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের দাবিতে পরিবহন  শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২মে) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গাজীপুর জেলা শাখার উদ্যোগে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে এই কর্মসূচি পালিত হয়।  শ্রমিকরা তাদের দাবিকৃত বিষয় নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টার্মিনাল চত্বরে এসে শ্রমিক এবং নেতৃবৃন্দ একত্রিত হয়।

এ সময় তারা বলেন,”স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন যাতে চালাতে পারে এর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রণোদনা সহায়তা প্রদান করার আহবান জানান। “
সভায় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জু খান, যুগ্মসধারণ সম্পাদক আতাউর সরকার, মিনিবাস বিভাগের সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।