সিরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ার রাক্কায় আইএস জঙ্গিগোষ্ঠির বিরুদ্ধে লড়াই চালাতে আরও ২শ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। বাহরাইনে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে কার্টার বলেন, নতুন করে পাঠানো সেনা সদস্যদের মধ্যে থাকবে বিশেষ বাহিনীর প্রশিক্ষক, পরামর্শক ও বোমা নিষ্ক্রিয়কারী দল।

সিরিয়ায় অবস্থানরত মার্কিন স্পেশাল ফোর্সের ৩শ’ সদস্যের সঙ্গে যোগ দেবে তারা। অ্যাশ কার্টার আরও জানান, অতিরিক্ত সেনারা রাক্কায় পৌছনোর পর স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্রসজ্জিত করা এবং তাদেরকে মনোবল বৃদ্ধিতে কাজ করবে। গতমাসে সিরিয়ার রাকা শহর দখলের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করে মার্কিন সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধারা।

গত কয়েক মাস ধরে বিমান হামলা চালিয়ে সিরিয়া ও পার্শ্ববর্তী ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী। এদিকে রাজনৈতিক উপায়ে আলেপ্পো সংকট নিরসনে সিরীয় সরকার ও বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা।

জেনেভায় সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হওয়ার আগ মুহূর্তে ওই আহ্বান জানান মিস্তুরা।