‘নাসিরনগরের হামলা বিচ্ছিন্ন ঘটনা’

‘নাসিরনগরের হামলা বিচ্ছিন্ন ঘটনা’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ধ্রুবেশানন্দ মহারাজ। শনিবার দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, ফেইসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১৫টি মন্দিরে ভাঙচুর ও দেড় শতাধিক বাড়িঘরে হামলা-লুটপাট চালানো হয়।

তবে এ ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি মনে করেন। হিউম্যান রাইটস সেন্টার ফর বাংলাদেশের অর্থায়নে নাসিরনগর রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে স্থানীয় দত্তবাড়ি চত্বরে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।