রুশ হ্যাকিং নিয়ে গোয়েন্দা প্রতিবেদন মেনে নিলেন ট্রাম্প

রুশ হ্যাকিং নিয়ে গোয়েন্দা প্রতিবেদন মেনে নিলেন ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকিং নিয়ে গোয়েন্দা প্রতিবেদন মেনে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীফ অব স্টাফ হিসেবে নিয়োগ পাওয়া রেইন্স প্রিবাস রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে এই দাবি করেন।

রিপাবলিকান ন্যাশনার কমিটির চেয়ারম্যান ও ট্রাম্পের ঘনিষ্ঠ প্রিবাস জানান, ডেমোক্রেটিক পার্টির ইমেইল সার্ভারে রাশিয়াই সাইবার আক্রমন করেছে বলে মনে করছেন ট্রাম্প। তবে ক্ষমতা গ্রহণের পর এ বিষয়ে তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারেন। তবে হ্যাকিংয়ের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায় তা জানতে গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশ দেয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প।

একদিন আগেও রাশিয়াবিরোধীদের নির্বোধ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। এমনকি হ্যাকিংয়ের কথা বলে তার জয়কে অবমাননা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং জন ম্যাককেইন রোববার এনবিসি টেলিভিশনক বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সাইবার আক্রমণের জন্য রাশিয়াকে শাস্তি দেওয়া উচিত নতুন সরকারের।