হোয়াইট হাউজ পারিবারিক ব্যবসার জায়গা নয় : ট্রাম্পকে ওবামা

হোয়াইট হাউজ পারিবারিক ব্যবসার জায়গা নয় : ট্রাম্পকে ওবামা

শেয়ার করুন

_92387382_obamatrumpবিশ্বসংবাদ ডেস্ক :

হোয়াইট হাউজ পারিবারিক ব্যবসার জায়গা নয় বলে ট্রাম্পের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

রোববার এবিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, যেভাবে তিনি পারিবারিক ব্যবসা ম্যানেজ করেন, হোয়াইট হাউজে থেকে রাজনীতিকে সেভাবে ম্যানেজের চেষ্টা করা উচিত হবে না। ট্রাম্পকে অবশ্যই যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা বজায় রাখতে হবে।

ওবামা বলেন, মনে রাখতে হবে, ক্ষমতা নেয়ার পর তিনি এই পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। ওবামা সতর্ক করে বলেন, সরকারে থাকা আর তার আগের অবস্থানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বিশ্ব বাণিজ্যের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে না ফেলার আহবান জানিয়ে ওবামা বলেন, আশপাশে অনেক মানুষ আছে যারা একজন প্রেসিডেন্টের প্রতিটি কথা বিশ্লেষণ করে। মার্কিন নির্বাচনে রুশ হ্যাকিংয়ের বিষয়ে ওবামা বলেন, ট্রাম্প এই বিষয়টিকে অবমূল্যায়ন করেছেন। কিন্তু তাকে অবশ্যই গোয়েন্দাদের ওপর বিশ্বাস রাখতে হবে।