‘যুক্তরাষ্ট্র সৌদিকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে’

‘যুক্তরাষ্ট্র সৌদিকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে’

শেয়ার করুন

f4b892f256cd4452a39157c24b244672_18বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরবকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে আবারো মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন যেকোন শক্তি যারা ইরানকে চ্যালেঞ্জ করবে তারাই পরাজিত হবে।

তিনি বলেন ইরানের বিরুদ্ধে সংঘাতে লেলিয়ে দেয়ার একটি উপায় হচ্ছে এই অঞ্চলের অনভিজ্ঞ শাসককে প্ররোচিত হওয়া। বলা হচ্ছে পরোক্ষভাবে ৩২ বছর বয়সী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন-সালমানের প্রতি ইংগিত করেছেন তিনি।

খামেনি অভিযোগ করেন ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে লেলিয়ে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের সংঘাতে প্ররোচিত করছে যুক্তরাষ্ট্র।তিনি বলেন এসকল দেশের শাসকরা যদি জ্ঞ্যানী হয় তবে তারা ইরানের সংগে যুদ্ধ করবে না।