কাবুল হামলায় নিহতদের মধ্যে ছিলেন বিবিসির সাংবাদিক আহমেদ শাহ

কাবুল হামলায় নিহতদের মধ্যে ছিলেন বিবিসির সাংবাদিক আহমেদ শাহ

শেয়ার করুন

 

Statement from BBC World Service Director Jamie Angus: "It is with great sadness that the BBC can confirm the death of BBC Afghan reporter Ahmad Shah following an attack earlier today. The attack took place in Khost province." (1/3) "Ahmad Shah was 29. He had worked for the BBC Afghan service for more than a year and had already established himself as a highly capable journalist who was a respected and popular member of the team." (2/3) "This is a devastating loss and I send my sincere condolences to Ahmad Shah??s friends and family and the whole BBC Afghan team. We are doing all we can to support his family at this very difficult time.?? (3/3)

বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে আইএসের হামলায় নিহতদের মধ্যে ছিলেন বিবিসির সাংবাদিক আহমেদ শাহ। সোমবার জোড়া ওই আত্মঘাতী হামলায় নিহত হন ২৯ জন। প্রাণ হারান এএফপির ফটোসাংবাদিক শাহ মারাইও।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক বিবৃতিতে আহমেদ শাহর মৃত্যুতে শোক জানিয়ে বলা হয়, তিনি একজন সম্মানিত ও জনপ্রিয় সাংবাদিক ছিলেন।

সোমবার সকালে কাবুলের শাসদারাক এলাকায় আফগান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে প্রথম বিস্ফোরণটি হয়। মোটরসাইকেল আরোহী এক দুর্বৃত্ত প্রথম বিস্ফোরণটি চালায়। পরে বিস্ফোরণের খবর সংগ্রহ করতে সাংবাদিক ও চিকিৎসাকর্মীরা জড়ো হলে সেখানে আবারও হামলা চালানো হয়।

দ্য আফগান জার্নালিস্টস সেফটি কমিটি জানিয়েছে, দ্বিতীয় বিস্ফোরণে ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল ওয়ান টিভির ২ জন, আজাদি রেডিও দুই জন নিহত হয়েছেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।