মেয়ের পক্ষে সরকারি টুইটার ব্যবহার করে তোপের মুখে ট্রাম্প

মেয়ের পক্ষে সরকারি টুইটার ব্যবহার করে তোপের মুখে ট্রাম্প

শেয়ার করুন

Ivanka Trump, right, listens as her father Republican presidential candidate Donald Trump delivers a policy speech on child care, Tuesday, Sept. 13, 2016, in Aston, Penn. (AP Photo/Evan Vucci)

বিশ্বসংবাদ ডেস্ক :

মেয়ে ইভানকার ব্যবসার পক্ষে সরকারি টুইটার অ্যাকাউন্ট দিয়ে টুইট করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেইডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার টুইট বার্তায় মার্কিন বিক্রেতা প্রতিষ্ঠান নর্ডস্ট্রমের সমালোচনা করেন। নর্ডস্ট্রমকে উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, ইভানকার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নর্ডস্ট্রম কর্তৃপক্ষ জানায়, তারা এই মৌসুমে ইভানকা ট্রাম্পের কাপড় ও জুতো বিক্রি করবে না। প্রতিষ্ঠানটি জানায়, ট্রাম্প ব্র্যান্ডের বিক্রয় উল্লেখযোগ্য হারে কমে আসায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত এক সপ্তাহ ধরে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ট্রাম্প ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এদিকে, হোয়াইট হাউসের টুইটার একাউন্ট থেকে ব্যক্তিগত ব্যবসা বিষয়ে মন্তব্য করায় পেনসেলভেনিয়ার ডেমোক্র্যাট সিনেটর বব কেসি এটাকে অনুপযুক্ত কাজ বলে অভিহিত করেন।