মিশরে নতুন করে তিনটি মমি আবিস্কার

মিশরে নতুন করে তিনটি মমি আবিস্কার

শেয়ার করুন

_97732367_e778f1e3-dc90-498c-95ba-82f3c8c174c9বিশ্বসংবাদ ডেস্ক :

মিশরে নতুন করে তিনটি মমি আবিষ্কার করেছেন দেশটির প্রত্নতত্ত্ববিদরা। এর মধ্যে একজন নারী ও দুটি শিশুর মমি রয়েছে।

প্রত্নতত্ত্ববিদরা জানান, রাজধানী কায়রো থেকে চারশ মাইল দূরে নীলনদের কাছের শহর লুক্সরে এই মমিগুলো আবিষ্কার করা হয়েছে। তারা জানান, এগুলো খ্রিস্টপূর্ব এগারোশ থেকে ষোলশ শতকের রাজপরিবারের মমি হতে পারে। তবে তখনকার সম্রাট আমুনের পরিবারের সঙ্গে উদ্ধার করা এই মমিগুলোর যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট করে জানাতে পারেননি প্রত্নতত্ত্ববিদরা।_97732137_e459a41d-b1a9-4673-a051-ea6848f3045fতারা জানান, ৫০ বছর বয়সী ওই নারী ব্যাকটেরিয়াল বোন ডিজিসে মারা গিয়েছিলেন। আর তার বিশ ও ত্রিশ বছর বয়সী দুই ছেলেও অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে সবার মমিই চিহ্নিত করার মতো অবস্থায় ছিল। মমির পাশে কয়েকটি মুখোশ, কিছু অলঙ্কার পাওয়া গেছে।