সফল অস্ত্র পরীক্ষার পর বিজ্ঞানীদের সম্মানে কিমের উৎসব

সফল অস্ত্র পরীক্ষার পর বিজ্ঞানীদের সম্মানে কিমের উৎসব

শেয়ার করুন

This picture taken on May 14, 2017 and released from North Korea's official Korean Central News Agency (KCNA) on May 15 shows North Korean leader Kim Jong-Un (2nd L) reacting during a test launch of a ground-to-ground medium long-range strategic ballistic rocket Hwasong-12 at an undisclosed location. / AFP PHOTO / KCNA VIA KNS / STR / South Korea OUT / REPUBLIC OF KOREA OUT   ---EDITORS NOTE--- RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/KCNA VIA KNS" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS THIS PICTURE WAS MADE AVAILABLE BY A THIRD PARTY. AFP CAN NOT INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, LOCATION, DATE AND CONTENT OF THIS IMAGE. THIS PHOTO IS DISTRIBUTED EXACTLY AS RECEIVED BY AFP.  / STR/AFP/Getty Images

বিশ্বসংবাদ ডেস্ক :

সফলভাবে অস্ত্র পরীক্ষার পর পরমাণু বিজ্ঞানীদের জন্য উৎসবের আয়োজন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

পরমাণু অস্ত্র তৈরিতে বিজ্ঞানীরা ও প্রকৌশলীরা যে অবদান রেখেছেন, তাকে স্বাগত জানিয়ে এই আয়োজন। উৎসবে অংশ নেন উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও প্রকৌশলীরা। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানায়, পিয়ংইয়ংয়ে পিপলস থিয়েটারে এই উৎসবের আয়োজন করা হয়। যেখানে প্রেসিডেন্ট কিম জং-উন ছাড়াও তার বোন ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইনস্টিটিউটের প্রধান রি হং সপ, গোলাবারুদ শিল্প বিভাগের উপ-পরিচালক হং সাং মু। সম্প্রতি উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দেয়। শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটনে এ বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ।